ফিলিপাইনে কারাগারে গোলাগুলি-বিস্ফোরণে ১০ বন্দী নিহত


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১২ আগস্ট ২০১৬

ফিলিপাইনের একটি কারাগারে বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনায় ১০ বন্দী নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই চীনা মাদক ব্যবসায়ী ছিলেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতের ওই বিস্ফোরণে কারারক্ষী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নিহত বন্দীরা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকায় তাদের কারাগারে পাঠানো হয়েছিল। তারা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিলেন। নিহতদের মধ্যে দু`জন চীনা মাদক ব্যবসায়ী ছিলেন।

তিনি বলেন, কারাগারের ভেতরে বিস্ফোরণের ঘটনা কিভাবে ঘটল তা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত এখনও চলছে।

তিনি আরো বলেন, বন্দীরা পালিয়ে যাওয়ার জন্য এ ধরনের বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু বলা সম্ভব নয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।