ভয়াবহ পরিস্থিতির দিকে গাজা, নিহত ১১২০


প্রকাশিত: ০২:৫২ এএম, ৩০ জুলাই ২০১৪

ঈদ মানেই আনন্দ এবং শান্তি৷ কিন্তু এবারের ঈদ গাজার মানুষদের জন্য কোনো শান্তি বয়ে আনেনি৷ ঈদের ২৪ ঘণ্টা না পেরোতেই প্রাণ নিয়ে ছুটছেন গাজার মানুষ৷

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইসরাইলের প্রস্তুত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ তার এই মন্তব্যের পরপরই মঙ্গলবার গাজার বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী৷ এর মাধ্যমে ২২ দিন ধরে চলা গাজা যুদ্ধ সহসা বন্ধ হওয়ার সম্ভাবনা মিলিয়ে গেছে৷ সোমবার রাত থেকে দফায় দফায় হামলা চলছে গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে৷ মঙ্গলবার ভোরে অন্তত ১৫০টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে৷ এতে নিহত হয়েছে ১৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অর্ধশতাধিক৷ এদের মধ্যে নয় জনই একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন৷ বাকিরা একই পরিবারের সাত সদস্য, যাদের বাড়িতে গোলা আঘাত হানে৷

সোমবার গাজায় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালিত হয়৷ ওই দিনটি হামলা বন্ধ রাখা হলেও দিনটি পার হতে না হতেই আবার হামলা শুরু হয়ে গেছে৷ মঙ্গলবার ভোররাতে গাজার হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল৷ ইসরাইলি জঙ্গি বিমান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে কেউ হতাহত না হলেও বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ আর ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই৷ তবে বিষয়টা খোঁজ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷

হামাসের দাবি তাদের পরিচালিত আল আকসা টিভি ও আল আকসা রেডিও দপ্তরেও হামলা চালানো হয়েছে৷ হামলার পর টেলিভিশন স্টেশনের সম্প্রচার অব্যাহত থাকলেও রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায়৷

সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘‘আমরা মিশন শেষ করবো না, গাজার সুড়ঙ্গগুলো নিষ্ক্রিয় করা না পর্যন্ত আমরা অভিযান বন্ধ করবো না, আমাদের নাগরিকদের, আমাদের শিশুদের ধ্বংস করাই এসব সুড়ঙ্গ তৈরির একমাত্র উদ্দেশ্য৷

দীর্ঘমেয়াদি অভিযান চালানোর জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার৷ আমাদের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত শক্তি প্রয়োগ করা অব্যাহত রাখবো আমরা৷``

তিন সপ্তাহ ধরে চলা এই লড়াইয়ে এ পর্যন্ত ১,১২০ জন গাজাবাসী নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ এবং অন্তত দুই শতাধিক শিশু৷ অপরদিকে ইসরাইলের পক্ষে ৫৩ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ৫১ জনই সেনা সদস্য৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।