আইএস ওবামার সৃষ্টি : ট্রাম্প


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১২ আগস্ট ২০১৬

আইএসকে বানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার ফ্লোরিডার বুধবার ফ্লোরিডার ফোর্ট ওয়ার্থের এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ওবামাই আইএসকে সৃষ্টি করেছেন। খবর সিএনএন।

বৃহস্পতিবার সিএনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ওবামা হচ্ছেন আইএসের প্রতিষ্ঠাতা আর হিলারি হচ্ছেন আইএসের সহপ্রতিষ্ঠাতা।

কিন্তু ট্রাম্পের অন্যান্য বক্তব্যের মত এটাও মিথ্যা। কেননা আইএসের প্রতিষ্ঠাতা হচ্ছেন আবু বকর আল বাগদাদী। ওবামা তার শাসনামলে বাগদাদীকে হত্যার জন্য সব কিছুই করেছেন।

বর্তমান বিশ্বে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ত্রাস ও আতঙ্ক ছড়াচ্ছে। তবে ইরাক ও সিরিয়ায় ক্রমেই আইএসের প্রভাব কমতে শুরু করেছে। বিভিন্ন এলাকার দখল হারাচ্ছে তারা। মার্কিন জোট এবং রুশ বাহিনী বিমান হামলা চালিয়ে আইএসের কাছ থেকে বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।