নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে


প্রকাশিত: ০৬:১৩ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে।

লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১১ পয়েন্টে।

ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮১৮ পয়েন্টে রয়েছে। শরীয়া ইনডেক্স ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ১ হাজার ১৬০ পয়েন্টে অবস্থান করছে। এসময় ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৬৪ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬১টির দাম বেড়েছে, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১১২ পয়েন্টে। সিএসইতে মোট ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭ কোটি ২১ লাখ টাকা।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।