রিও অলিম্পিকে সাংবাদিকদের বাসে হামলা


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১০ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকে সাংবাদিকদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। মঙ্গলবার ওই হামলা চালানো হয়েছে। এতে বাসের দুটি জানালা ভেঙে গেছে। তবে বাসটিকে লক্ষ্য করে বুলেট নাকি পাথর নিক্ষেপ করা হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়।

রিও ডি জেনেইরোসের গড ফাভেলা শহরের ওই হামলায় বেলারুশের এক সাংবাদিক আহত হয়েছেন। তিনি হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন বলে খবরে বলা হয়েছে। তিনি সাংবাদিকদের বহনকারী ওই বাসটিতে ছিলেন।

নারীদের বাস্কেটবল ইভেন্ট কভার করতে যাচ্ছিলেন ওই সাংবাদিকরা। দুর্ঘটনার পর বাসের সব আরোহীকে মিডিয়া সেন্টারে ফিরিয়ে আনা হয়েছে।

Bus-Attack

বাসটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে চারজনই ব্রাজিলের নাগরিক। গত সপ্তাহে মিডিয়া সেন্টার থেকে একটি বুলেট উদ্ধার করা হয়েছিল। সাইক্লিং ইভেন্টে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করেছিল বোম্ব স্কোয়াড। তারপর আবার এ ধরনের হামলার ঘটনায় রিও অলিম্পিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

ওই বাসের এক সাংবাদিক বলেন, আমাদের বাসে হামলা চালানো হলে আমরা সবাই মাটিতে পড়ে যাই। বেশ কিছুক্ষণ পর পুলিশ এসে আমাদের উদ্ধার করে প্রধার প্রেস সেন্টারে নিয়ে যায়।

তবে সাংবাদিকরা এটা নিশ্চিতভাবে বলতে পারেন নি যে, তাদের বাসে গুলি চালানো হয়েছে নাকি পাথর ছুড়ে মারা হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।