রাজস্থানে বৃষ্টি-বন্যায় ৭ জনের মৃত্যু


প্রকাশিত: ০৪:২৪ এএম, ১০ আগস্ট ২০১৬

রাজস্থানে বৃষ্টি এবং বন্যায় ৭ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ছয় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। চিত্তরগড়, বিলওয়ারা এবং পালি জেলায় বন্যাকবলিত মানুষদের সাহায্যে সেনা মোতায়েন করা হয়েছে। তারা বন্যাকবলিতদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করছেন।
 
প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো ছয় শিশুর বয়স ৮ থেকে ১২ বছর।

পুলিশ জানিয়েছে, পালি জেলায় বন্যার পানিতে ভেসে ২৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার ভারি বৃষ্টিপাতের কারণে চিত্তরগড়, উদয়পুড়, কোটা, আজমের এবং জোধপুর এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, চিত্তরগড়ের বেগু এলাকায় ৩৪ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া চিত্তরগড় শহরে ২৬ সেন্টিমিটার, গনগ্রারে ২২ সেন্টিমিটার এবং ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।