বিজিবি পাহারায় চলেছে ২৮ হাজার যানবাহন
পুলিশকে সাথে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর বিশেষ নিরাপত্তা পাহারায় দেশের বিভিন্ন গন্তব্যে প্রায় ২৮ হাজার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করেছে।
শনিবার সন্ধ্যা ৬টা হতে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব যানবাহন চলাচল করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি হেড কোয়াটারের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
তিনি জাগোনিউজকে জানান, পুলিশকে সাথে নিয়ে বিজিবি সদস্যরা বিশেষ নিরাপত্তা দিয়ে দেশের বিভিন্ন স্থানে ২৭,৬২২টি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে সাহায্য করেছে।
এছাড়া এ সময় রাস্তায় বেশ কয়েকটি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান গাড়ির সামনে ও পেছনে বিজিবি’র টহল গাড়ি মোতায়েন করা হয়।
মহসিন রেজা আরো বলেন, বিজিবির নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে ৫৫৮টি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে। শনিবার সন্ধ্যা ৬টা হতে রোববার সকাল ৬টা পর্যন্ত পুলিশকে সাথে নিয়ে বিজিবি‘র নিরাপত্তা প্রহরায় এসব তেলবাহী ট্যাংকার চলাচল করে।
জেইউ/বিএ