মালয়েশিয়ায় নিষিদ্ধ পোকেমন গো


প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৯ আগস্ট ২০১৬

মালয়েশিয়ায় স্মার্টফোনে ‘পোকেমন গো’ খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ইসলামিক উন্নয়ন অধিদফতর ‘জাকিম’। গত রোববার (৭ আগস্ট) জাকিমের পরিচালক জেনারেল ওসমান মুস্তাফা সংবাদ সম্মেলন করে এ নিষেধাজ্ঞা জারি করেন।

তিনি বলেন, ইসলামিক আইন ‘সাদ্দু আল যারা’ অনুসারে যে ধরনের কার্যকলাপ মানুষের স্বাভাবিক আচরণকে অস্বাভাবিক করে এবং ক্ষতি করে তা থেকে বিরত থাকা উচিত। ‘পোকেমন গো’ নামক একটি মোবাইল গেমের প্রতি দেশের নাগরিকদের উন্মাদনা ভাবিয়ে তুলেছে আমাদের।

তিনি জানান, তরুণ সমাজের মধ্যে এ গেম বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা ছেলে-মেয়েদের মাঝে ‘পোকেমন গো’কে ঘিরে অস্বাভাবিক আচরণের ইঙ্গিত দেখতে পারছেন, যা অগ্রহণযোগ্য।

গত শনিবার (৬ আগস্ট) মালয়েশিয়ায় ‘পোকেমন গো’ রিলিজ করা হয়। মাত্র একদিনেই প্রায় পাঁচ লাখবার ডাউনলোড হয় বিশ্বের সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় এ স্মার্টফোন গেম।

গেমটিতে মানচিত্রে নিজের অবস্থান অনুসারে কাল্পনিক বিভিন্ন চরিত্রকে খুঁজে বের করতে হয়। এ গেম খেলতে গিয়ে বিশ্বব্যাপি নানা অনাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।