ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ দিনে গ্রেফতার ২৪১


প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

৫ জানুয়ারি বিএনপি-নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ১৫ জানুয়ারি পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতাসহ অস্ত্র ও বিস্ফোরক আইনে সদর মডেল থানায় ৭টিসহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খোকন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান কানন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, পৌর বিএনপি’র সহসভাপতি হাসেম আল মামুন, বিএনপি নেতা উত্তম ঘোষ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদুল ইসলাম সাহেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন ওরফে পেটকাটা মামুন, আখাউড়া পৌর জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন ও কসবা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল খান রয়েছেন।

গ্রেফতারকৃত বাকিরা যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মী।

জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে। তিনি জেলাবাসীকে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।