১৬ বছরের অনশন ভাঙবেন ইরম শর্মিলা


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৯ আগস্ট ২০১৬

অবশেষে দীর্ঘ ১৬ বছরের অনশন ভাঙবেন ইরম শর্মিলা চানু। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দীর্ঘ অনশনের অবসান হতে চলেছে। ভারতের মনিপুরের রাজনৈতিক কর্মী শর্মিলা চানু দীর্ঘ ১৬ বছর ধরে অনশন করছেন।

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের কারণে সৈন্যরা যে কাউকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার এমনকি গুলি করে মেরেও ফেলতে পারেন। মনিপুর এবং কাশ্মীরসহ কয়েকটি রাজ্যে এই আইন চালু রয়েছে। এই আইনের প্রতিবাদে বিগত ১৬ বছর ধরে অনশন করছিলেন শর্মিলা।

গত মাসেই শর্মিলা আদালতে জানিয়েছিলেন, মঙ্গলবার থেকে তিনি তার অনশন ভাঙতে যাচ্ছেন। এরপর মনিপুর রাজ্য নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য প্রচারণা শুরু করবেন।

২০০০ সালে মনিপুর রাজ্যে সৈন্যদের গুলিতে ১০ বেসামরিক নিহত হওয়ার পর অনশন শুরু করেন শর্মিলা। সেই থেকে তার অনশন চলছে।

এই দীর্ঘ অনশনের সময় তিনি আদালতের তত্ত্বাবধানে মনিপুরের ইমপালের একটি হাসপাতালে কাটিয়েছেন। সেখানে নাকের ভেতর নল দিয়ে তার শরীরে খাবার প্রবেশ করানো হতো।

এর আগে তাকে গ্রেফতারের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু ২০১৪ সালে সেই অভিযোগ খারিজ করে দেয় আদালত।

তবে অনশন অব্যাহত রাখার ঘোষণা দেয়ায়, মুক্তির দুইদিন পরেই তাকে পুনরায় গ্রেফতার করা হয়। তার এই প্রতিবাদ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। তাকে নৈতিকতার কারাবন্দী বলেও বর্ণনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার এই প্রতিবাদে তিনি মনিপুরের নারী ও অধিকার কর্মীদের সমর্থন পেয়েছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।