ইথিওপিয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ১০০


প্রকাশিত: ০৬:০৭ এএম, ০৯ আগস্ট ২০১৬

ইথিওপিয়ার বিভিন্ন অংশে সপ্তাহব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১শ জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে বেশি মারাত্মক ঘটনা ঘটেছে বাহির দারে। সেখানে রোববারই কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বাহির দারে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সাতজন নিহত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইথিওপিয়ায় নজিরবিহীন প্রতিবাদ-বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা সরকার ও জনগণের সম্পদ নষ্ট করছে এমন অভিযোগে অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।