ট্রাম্পের সমালোচনায় নিজ দলের নিরাপত্তা বিশেষজ্ঞরা


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ০৯ আগস্ট ২০১৬

রিপাবলিকান দলের ৫০ জন নিরাপত্তা বিশেষজ্ঞ এক খোলা চিঠিতে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ওই খোলা চিঠিতে তারা বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে ট্রাম্প হবেন মার্কিন ইতিহাসে সবচেয়ে বেপরোয়া প্রেসিডেন্ট।

বিশেষজ্ঞদের ওই দলটিতে সাবেক সিআইএ পরিচালক মাইকেল হেইডেনও রয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়ার মত চরিত্র, মূল্যবোধ এবং অভিজ্ঞতা ট্রাম্পের নেই।  

ওই চিঠিতে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান পররাষ্ট্রনীতি লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। সামরিক জোট ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাশীল থাকা উচিত কিনা সে বিষয়ে ট্রাম্প প্রশ্ন করেছেন।

এই ধনকুবের প্রেসিডেন্ট প্রার্থী বরাবরই নিপীড়নকে সমর্থন করে আসছেন। দক্ষিণ কোরিয়া এবং জাপানকে পারমাণবিক অস্ত্র দেওয়া উচিত বলেও  পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

মুক্ত বিশ্বে প্রেসিডেন্ট হিসেবে তিনি মার্কিন কর্তৃত্বকে দুর্বল করে ফেলবেন বলে অভিযোগ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।