রাজধানীতে সাকিব ভক্তদের বর্ণাঢ্য র‌্যালি


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫

রাজধানীর মতিঝিল-দিলকুশার বলাকা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেন সাকিব ভক্তরা। শনিবার র‌্যালিটিতে রাজনীতিবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, যুব রেড ক্রিসেন্ট, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জানা গেছে, তিন ফরম্যাটের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান। প্রথম ক্রিকেটার হিসেবে এই ইতিহাস গড়েছেন তিনি। যা বিশাল আনন্দেরই সংবাদ বটে। সেই আনন্দে এ র‌্যালি বের করা হয়।



‘সাকিব-সাকিব’ শ্লোগানে রাজধানীর বিভিন্ন এলাকা মুখরিত করেন তারা। সাকিবকে অভিনন্দন জানানোর পাশাপাশি আসন্ন বিশ্বকাপ ক্রিকেট নিয়েও র‌্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা। খেলবে এবার বাংলাদেশ - শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বলাকা চত্বর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে র‌্যালিটি। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনায় নানান শ্লোগান দিয়েছেন অংশগ্রহণকারীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।