সিংহাসন ছাড়বেন জাপানের সম্রাট
দ্বিতীয়বারের মত টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন জাপানের সম্রাট আকিহিতো। বিরল ওই ভাষণে আকিহিতো বলেছেন, বয়স এবং স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে তিনি ভয় পাচ্ছেন। দেশের দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ৮২ বছর বয়সী ওই সম্রাট। খবর বিবিসির।
সম্রাট তার ভাষণে সরাসরি সিংহাসন ত্যাগের কথা উল্লেখ করেননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, যে তিনি তার দায়িত্ব হস্তান্তর করতে চান।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, তার সরকার সম্রাটের এই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেবে এবং তাদের কি করা উচিত সে সম্পর্কে আলোচনা করবে।
দশ মিনিটের ধারণকৃত বক্তব্যে সম্রাট আকিহিতো বলেন, তিনি আশা করেছিলেন রাষ্ট্রের প্রতীক হিসেবে তিনি সম্রাটের দায়িত্ব কোন বাধা বিঘ্ন ছাড়াই পালন করে যেতে পারবেন। কিন্তু সম্প্রতি তার হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছে এবং প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে।
১৯৮৯ সালে সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হন তার ছেলে আকিহিতো। ১৮১৭ সালে সম্রাট কোকাকুর পর জাপানের আর কোন সম্রাটই জীবদ্দশায় সিংহাসন ত্যাগ করেননি।
টিটিএন/এবিএস