ফেডারেশন কাপ ১৫ ফেব্রুয়ারি শুরু
এবারের ফেডারেশন কাপের আসর ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। শনিবার ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হবে। ১ মার্চের ভেতর এই আসর শেষ করার ইচ্ছা রয়েছে। প্রিমিয়ার লিগের ১১ দল ও চ্যাম্পিয়নশিপ লিগ বিসিএলের এক দল-এই ১২ দল নিয়ে হবে এবারের ফেডারেশন কাপ। বিসিএল থেকে উত্তর বারিধারা খেলবে ফেডারেশন কাপে।
প্রিমিয়ার লিগের সূচিও জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ১০ মার্চ শুরু হবে পেশাদার লিগ। ১১ দল নিয়ে `ডাবল লেগে` হবে এবারের খেলা। গত মৌসুমের হোম, অ্যাওয়ে ও বাফুফের নিরপেক্ষ ভেন্যু মিলিয়ে তিন পর্বের খেলা হয়েছিল গতবার। পেশাদার লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার নিরপেক্ষ ভেন্যু থাকছে না।
পেশাদার লিগের ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, গোপালগঞ্জের ফজলুল হক মণি স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ঠিক করার কথা জানান মুর্শেদী। এছাড়া আরো তিনটি স্টেডিয়াম ‘পর্যবেক্ষণে’ রাখার কথাও বলেন তিনি।
প্রিমিয়ার লিগে এবার দল বেড়েছে একটি; এবার ১১ দল নিয়ে হবে এ আসর। গতবারের লিগ থেকে অবনমন হয়েছে উত্তর বারিধারার। বিসিএলের সেরা দুই দল রহমতগঞ্জ ও ফরাশগঞ্জ উঠে এসেছে প্রিমিয়ার লিগে।
এ মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগ বা বিসিএল নিয়েও সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি। মুর্শেদী জানান, এবার আট দল নিয়ে বিসিএল আয়োজনের পরিকল্পনা তাদের।