সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী
বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় দেশ, এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের তৎপরতা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই’র জন্য নির্মিত বহুতল ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেছেন, যারা পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ পোড়াচ্ছে, তাদের হাত পুড়িয়ে দিলে তারা বুঝবে পোড়ার কি যন্ত্রণা। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের পেট্রোল বোমায় একজন অন্তঃস্বত্ত্বা মায়ের গর্ভেই তার সন্তান মারা গেছে একথা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি। যারা বোমা বানায় ও তা ছুঁড়ে মারে, গ্রেফতারের পর তাদের হাত পুড়ে দেয়া উচিত যেন তারা পোড়ার যন্ত্রণা বুঝতে পারে।
শেখ হাসিনা বলেন, অনেক আঁতেল (তথাকথিত বুদ্ধিজীবী) আমার কথার সমালোচনা করবেন তাদেরকে বলছি, বার্ণ ইউনিটে (হাসপাতাল) গিয়ে বিএনপি-জামায়াত চক্রের সন্ত্রাসীদের নৃশংসতায় আক্রান্তদের কান্না ও দুর্ভোগ দেখে আসুন।
প্রধানমন্ত্রী বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে তার সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে এনেছে। এ অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, তা সত্ত্বেও একটি মহল দেশে হীন খেলায় মেতে আছে।
এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, কে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় এবং সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের প্রতিষ্ঠিত করতে চায় ?
বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা শনিবার প্রথম এনএসআই সদর দফতর পরিদর্শন করেন। এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল মো. শামসুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। এসময় মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এ সময় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরএস