শুরু হচ্ছে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত
ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের আনীত সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগসমূহের প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু করবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আইনজীবীরা। আইসিসির এক শীর্ষ কর্মকর্তা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খবর আল জাজিরা।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ পেতে ফিলিস্তিন আবেদন করার পর যুদ্ধাপরাধ তদন্তের এ সিদ্ধান্ত নেয়া হলো। তবে এটা পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ তদন্ত নয়। যুদ্ধাপরাধ তদন্ত শুরু করার জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি পর্যালোচনা করবে আইসিসি। তদন্তে অভিযোগ আনা হতে পারে ইসরাইলি ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বিরুদ্ধে।
এদিকে আইসিসি’র সিদ্ধান্তকে ‘কলঙ্কজনক’ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান।
এক বিবৃতিতে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী লিবারম্যান বলেন, যুদ্ধাপরাধ ইস্যুতে প্রাথমিক তদন্তের একমাত্র উদ্দেশ্য সন্ত্রাসের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে আঘাতের চেষ্টা করা। এটাকে ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ইসরাইলবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি পক্ষে যুদ্ধকালীন কোন আইন লঙ্ঘিত হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেও আইসিসিকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত ফিলিস্তিন।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেন, সবকিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছে। প্রাথমিক তদন্তের পর পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
আরু