অস্কারে মনোনয়নের শীর্ষে মেরিল স্ট্রিপ
একজন অভিনয় শিল্পীর জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) মনোনীত হতে পারাটা খুব সম্মানের। আর পুরস্কার পেলে তো কথাই নেই। কিন্তু হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের কাছে এ কাজ যেন ডালভাত। ১৫ জানুয়ারি ৮৭তম অস্কার মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে ১৯বারের মতো চলচ্চিত্রের সবচেয়ে বনেদি এ পুরস্কারের জন্য নাম এল ৬৫ বছর বয়সী এই অভিনেত্রীর।
এবার ‘ইনটু দ্য উডস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন মেরিল। পুরস্কারটি শোকেজে তুলতে তাকে লড়তে হবে প্যাট্রিসিয়া অ্যারকুইটি (বয়হুড), লরা ডার্ন (ওয়াইল্ড), কেইরা নাইটলি (দ্য ইমিটেশন গেম) ও এমা স্টোনের (বার্ডম্যান) সঙ্গে। সেটা পরের বিষয়। তবে অস্কারের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশিবারের মনোনয়ন পাওয়ার খেতাব এখন এ অভিনেত্রীর ঝুলিতে।
১৯৭৯ সালে প্রথম `ক্রেমার ভার্সাস ক্রেমার` চলচ্চিত্রটিতে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেন মেরিল স্ট্রিপ। এর পর ১৯৮২ সালে `জুলি অ্যান্ড জুলিয়া` এবং ২০০৯ সালে ``সোফি`জ চয়েস`` ছবির জন্য অস্কার পুরস্কারে সম্মানিত হন বর্ষীয়ান এ শিল্পী।