সিরীয় বাহিনীর অবরোধ ভেঙেছে বিদ্রোহীরা
সিরিয়ার আলেপ্পো শহরে সরকার বাহিনীর সপ্তাহব্যাপী অবরোধ ভেঙে দিয়েছে বিদ্রোহীরা। এ ঘটনার পর আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বাসিন্দাদের আনন্দ করতে দেখা গেছে। খবর বিবিসির।
তবে ওই অবরোধ ভাঙার দাবি নাকচ করে দিয়েছে সিরীয় সরকার। তারা দাবি করেছে, একটি বিমানঘাঁটি থেকে বিদ্রোহীদের সরিয়ে দেওয়া হয়েছে।
সিরিয়ার বিদ্রোহীরা দাবি করেছে, উত্তর আলোপ্পোর সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করেছে। তবে এই যোগাযোগের বিষয়টি নিরাপদ নয় বলে জানিয়েছে তারা।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহীরা অবরোধ ভাঙলেও তাদের জন্য যোগাযোগের পথ এখনো নিরাপদ নয়।
টিটিএন/আরআইপি