মুম্বাইয়ে ভবনধসে নিহত ২


প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৭ আগস্ট ২০১৬

ভারতের মুম্বাই শহরের নিকটবর্তী বিওয়ান্দি এলাকায় একটি ভবনধসে দুইজন নিহত হয়েছে। রোববার সকালে দু`তলা ভবনটি ধসে পড়ে।

কর্তৃপক্ষ বলছে, জরাজীর্ণ ওই ভবনটি বসবাসের জন্য উপযোগী না থাকায় এর আগেই ওই ভবনটিতে নোটিশ পাঠানো হয়েছিল। তবে এর বাসিন্দারা নোটিশ পাওয়ার পরেও ভবনটি ছেড়ে যায়নি।

ওই ভবনটিতে তিনটি পরিবার বসবাস করতো। ভবনধসে পড়ার পর ধ্বংসস্তুপের নিচে কমপক্ষে ৬ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তুপের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তুপের নিচে একটি পরিবার আটকা পড়েছে।  

বিওয়ান্দির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, যারা ওই ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন তাদের মধ্যে বেশির ভাগই একই পরিবারের সদস্য। তবে ওই ভবনে বসবাসকারী আরো দুই পরিবার দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না।
 
দুর্ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয়েছে দমকল বাহিনীর সদস্যরা। তারা ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।

এটি ওই শহরে দ্বিতীয় ভবনধসের ঘটনা। এর আগে গত মাসের ৩১ তারিখে জেবি নগরে একটি তিনতলা ভবনধসে আটজনের মৃত্যু হয়েছিল।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।