জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হকি তারকা জুম্মন লুসাই


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দেশবরেণ্য সাবেক হকি তারকা জুম্মন লুসাই। উচ্চ রক্তচাপজনিত কারণে বাংলাদেশ মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে।

শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেল পৌনে ৪টায় ঢাকা আবাহনী ক্লাবে নিজ কক্ষে স্ট্রোক করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরতর বলে জানিয়েছেন তারই সহকর্মী বন্ধু সাবেক তারকা হকি খেলোয়াড় হারুন।

সন্ধ্যায় হকি ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, ‘ফেডারেশন থেকে আমরা লুসাইয়ের অবস্থার খোঁজখবর রাখছি। তাকে দেখতে আমি হাসপাতালে গিয়েছিলাম। আমরা আশা করছি, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’ কেবল রহমতউল্লাহ নন, একসময়কার মাঠ মাতানো এ তারকার অসুস্থতার খবর পেয়ে ছুটে গিয়েছিলন তার সতীর্থসহ হকি সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন জাতীয় হকি দলে খেলেছেন জুম্মন লুসাই। ছিলেন ফুলব্যাক খেলোয়াড়। বাংলাদেশের হকিতে পেনাল্টি কর্নারের জন্য পারদর্শী (স্পেশালিষ্ট) বলা হতো তাকে। জুম্মন লুসাই বাংলাদেশের প্রথম হ্যাট্রিকম্যান। ঢাকায় ৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপ হকিতে ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।