দুবাইয়ে নির্মাণাধীন ৬০ তলা ভবনে আগুন (ভিডিও)


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৬ আগস্ট ২০১৬

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা স্থানীয়দের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে ওই ভবনটি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে।



ব্রিটিশ দৈনিক দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মাণাধীন ওই ভবন দুবাই শহরের ভাইসরয় দুবাই জুমাইরাহ গ্রামে অবস্থিত। নির্মাণ শুরুর এক বছর পর ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৬০ তলা বিশিষ্ট নির্মাণাধীন এ ভবন স্কাই টাওয়ার নামে পরিচিত। বিশ্বের বিখ্যাত ব্যবসায়ী ও ধনকুবেরদের গন্তব্যস্থল হিসেবে ভবনটি নির্মাণাধীন ছিল।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।