সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার ঈদ


প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৭ জুলাই ২০১৪

সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ রোববার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় সময় রাত ৮টার মধ্যে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

সৌদি আরব ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম এমিরেটসটোয়েন্টিফোর এ খবর নিশ্চিত করেছে। ঈদ এবং পরবর্তী যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূর্য উদয়ের সামান্য সময় পরে রিয়াদে ধীরা জাতীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। সৌদি গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেইখ এতে ইমামতি করবেন।

সৌদি আরবে ইসলামী রীতি অনুযায়ী সূর্য উঠার কিছু সময় পরই মূলত ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজ আদায় করার পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরে জিকির-আসগরে মগ্ন থাকেন।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ শহীদুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।