৩১৯ আরোহী নিয়ে বিমানের জরুরি অবতরণ


প্রকাশিত: ১১:৫০ এএম, ০৫ আগস্ট ২০১৬

কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়ায় ৩১৯ আরোহী নিয়ে জরুরি অবতরণ করেছে একটি যাত্রীবাহী বিমান। গালফ এয়ারের ওই বিমানটির বাহরাইনে অবতরণ করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে বিমানের কেবিন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেলে এটি ফিলিপাইনে জরুরি অবতরণ করে।

ম্যানিলা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ১৫৫ নম্বর ফ্লাইটের বিমানটি ৩০৭ যাত্রী এবং ১২ ক্রু নিয়ে জরুরি অবতরণ করেছে। এটি শুক্রবার উড্ডয়নের মাত্র ২৯ মিনিট পরেই ম্যানিলা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে ওই দুর্ঘটনা থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।  

বিমানের এক যাত্রী বলেন, তিনি বিমানের কেবিন থেকে ধোঁয়া উঠতে দেখেন। পরে তাদের জানানো হয় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণ করানো হচ্ছে।

বিমানের স্টাফরা জানিয়েছেন, গালফ এয়ারের কর্মকর্তারা বিমানটি অবতরণের পরপরই সেখানে উপস্থিত হয়েছেন। তবে তারা বিস্তারিত কোনো তথ্য দেননি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।