বিজিবি প্রধানের বক্তব্যে জামায়াতের প্রতিবাদ
জানমালের নিরাপত্তায় প্রয়োজনে বিজিবি প্রধানের অস্ত্র ব্যবহারের বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবির সদস্যদেরকে রাজনৈতিক আন্দোলনের নেতা-কর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করা তথা গুলি চালানোর যে অন্যায় নির্দেশ দিয়েছেন তা সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত। তার এ নির্দেশ অসাংবিধানিক ও বিদ্যমান আইনের পরিপন্থী।
জামায়াতের নায়েবে আমীর মুজিবুর রহমানি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর অতি উৎসাহী কতিপয় কর্মকর্তা তাদের পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ সব অতি উৎসাহী কর্মকর্তাগণ রাজনৈতিক আন্দোলনের নেতা-কর্মীদেরকে ধরে নিয়ে গুলি চালাচ্ছে, বাড়ি-ঘরে হামলা করছে এবং ঘর-বাড়ি পুড়িয়ে দিচ্ছে। তাদের এ ভূমিকা দেশবাসীকে বিস্মিত করেছে। বিজিবির মহাপরিচালক গুলি চালানোর যে নির্দেশ দিয়েছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, জানমালের নিরাপত্তায় বিজিবি সদস্যরা অবশ্যই অস্ত্র ব্যবহার করবেন। কেউ পেট্রোল বোমা ব্যবহারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বসে থাকবেন না। জানমালের নিরাপত্তায় তারা তখন অবশ্যই অস্ত্র ব্যবহার করবেন।
এ বক্তব্যের পর ওই দিনই গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ বিষয়ে নিন্দা ও উদ্বেগ জানায় বিএনপি।
আরএস