পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ককটেল নিক্ষেপ


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫

রাজশাহীর চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলের সংসদ সদস্য গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালিন সময়ে মাঠের মধ্যে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ওই সময় খেলোয়াড় ও দর্শকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম খেলার মাঠে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহম্পতিবার বিকেলে মাঠে সংসদ গোল্ডকার্প টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছিল। বিরতির পরে খেলা শুরুর পরপর মাঠের মধ্যে লাল টেপে মোড়ানো ককটেল এসে পড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। ওই সময় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন চারিদিকে ছুটোছুটি করতে থাকে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা মাঠে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় খেলা প্রায় ২০ মিনিট বন্ধ ছিল।

এদিকে, ঘটনার সময় মাঠের পাশে মঞ্চে অতিথির চেয়ারে বসে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম ও পুঠিয়া-দুর্গাপুর আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।

চারঘাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তূজা বলেন, খেলায় জনতার মাঝে আতংক সৃষ্টি করার লক্ষে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।