স্ত্রীকে ভাইস প্রেসিডেন্ট বানাবেন ড্যানিয়েল অর্তেগা


প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৩ আগস্ট ২০১৬

নিজের স্ত্রীকেই রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল অর্তেগা। নভেম্বরে তিনি তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে লড়বেন। ওই নির্বাচনেই ফাস্ট লেডী রোসারিও মুরিল্লিওকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দিয়েছেন তিনি। খবর বিবিসির।

ফার্স্ট লেডী রোসারিও মুরিল্লিও বর্তমানে সরকারের প্রধান মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি রাষ্ট্রপতির সমান মর্যাদা পেয়ে থাকেন।

দেশের গণমাধ্যমের সামনে প্রেসিডেন্ট অর্তেগার উপস্থিতি খুব একটা লক্ষ্য করা না গেলেও ফার্স্ট লেডী রোসারিওকে প্রায় প্রতিদিনই গণমাধ্যমে দেখা যায়।

সাত সন্তানের জননী মুরিল্লিও ইংরেজি এবং ফরাসি ভাষায় বেশ দক্ষ। তিনি তার দেশে কবি হিসেবেও বেশ পরিচিত।

সাবেক বামপন্থী গেরিলা নেতা অর্তেগা ১৯৭৯ সালে প্রথম দেশের ক্ষমতায় বসেন। এরপর নব্বই সালের নির্বাচনে তার দল ক্ষমতা হারালেও ২০০৭ সালে তিনি পুনরায় নির্বাচিত হন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।