৩০ হাজার কর্মীকে বেতন দিচ্ছে না সৌদি কোম্পানি ওজের


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৩ আগস্ট ২০১৬

সৌদি আরবের অন্যতম বৃহৎ নির্মাণ কোম্পানি ওজেরের ৩০ হাজার কর্মী অভিযোগ করেছেন কয়েক মাস ধরে কোম্পানিটি তাদের বেতন দিচ্ছে না। আরব নিউজ জানিয়েছে এ বিষয়ে শ্রমিকরা দেশটির শ্রম দফতরে অভিযোগও দিয়েছেন। আর বেতন না পেয়ে অর্থাভাবে থাকা শ্রমিকরা দেশও ছাড়তে পারছেন না।

সূত্র জানায়, কোম্পানির পক্ষ থেকে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা, যাজান, হেইল এবং পূর্ব প্রদেশসহ সব শাখা থেকেই সৌদি ইঞ্জিনিয়ার ও বিদেশি কর্মীসহ সবার চাকরির চুক্তি বাতিল করা হয়েছে। তাদের মধ্যে ২৩ শতাংশ রয়েছেন সৌদি নাগরিক।

ওজের উপসাগরীয় দেশগুলোর মধ্যে অন্যতম বৃহৎ নির্মাণ কম্পানি হলেও তেলের দরপতনে কোম্পানিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।