প্যারিসে হামলায় মোসাদ জড়িত


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে শার্লি এবদোর কার্যালয়ে হামলার সঙ্গে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে অভিযোগ করেছেন তুরস্কের রাজধানী আংকারার মেয়র মেলিহ গোকচেক।

গোকচেক বলেন, ফ্রান্স সম্প্রতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি যে সমর্থন দিয়েছে তার প্রতোশাধ নিতেই মোসাদ এ হামলার পরিকল্পনা করেছে। তুরস্কের টুডে’জ জামান পত্রিকা এ প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, নিঃসন্দেহে মোসাদ এ হামলার মূল পরিকল্পনাকারী এবং তারাই এর পেছনে রয়েছে। তারা এ ধরনের কাজ করে ইসলামভীতি ছড়িয়ে দিতে চাইছে। তিনি জানান, প্যারিসে ম্যাগাজিন অফিসে হামলার পর ফ্রান্সের বিভিন্ন জায়গায় অন্তত ৫০টি মসজিদ ও বহু মুসলমানের ওপর হামলা হয়েছে।

উল্লেখ্য, মহানবী (স)এর কার্টুন ছাপানোর প্রতিবাদে গত ৭ জানুয়ারি ফ্রান্সের ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এ ঘটনার পর বুধবার প্রথম ম্যাগাজিনটি প্রকাশিত হয়েছে এবং এতে আবার মহানবীর কার্টুন ছাপা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।