নতুন উদ্যোগে জুকারবার্গের ইয়ার অব বুকস


প্রকাশিত: ০৩:০৭ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

বইয়ের নতুন অনলাইন ক্লাব চালুর মাধ্যমে ২০১৫ সালকে ‘ইয়ার অব বুকস’ ঘোষণা করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। প্রতি দুই সপ্তাহ অন্তর একটি নতুন বই পড়া ও তা নিয়ে আলোচনা করাই ক্লাবটির উদ্দেশ্য।

সংস্কৃতি, বিশ্বাস, ইতিহাস, আধুনিক প্রযুক্তিসহ জ্ঞানের প্রায় প্রতিটি ক্ষেত্রে গ্রাহকদের বিচরণ বাড়ানোর জন্যই জুকারবার্গ এ উদ্যোগ নিয়েছেন বলে জানান। ভেনিজুয়েলার সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মইসেস নাইমের লেখা ‘দ্য অ্যান্ড অব পাওয়ার’ বইটি দিয়েই যাত্রা করছে জুকারবার্গের বইয়ের অনলাইন ক্লাবটি।

বিশ্লেষকদের মতে, গ্রাহককে বই পড়ানো জুকারবার্গের সেবাটি খুব বেশি কাজে দেবে কিনা তা সময়ই বলে দেবে। এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫৪ দশমিক ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্কুল বা কাজের বাইরেও বই পড়েন। ফেসবুকের শক্ত গ্রাহক ভিত্তি সেবাটি কার্যকরে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই।

ক্লাবের ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও শুরুটা ভালোই করেছে জুকারবার্গের ইয়ার অব বুকস। এরই মধ্যে দুই লাখের বেশি লাইক পেয়েছে পেইজটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।