মেলানিয়া ট্রাম্পের নগ্ন ছবি প্রকাশ


প্রকাশিত: ০১:১২ পিএম, ০১ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও সম্ভাব্য ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নগ্ন ছবি প্রকাশ করেছে নিউ ইয়র্কের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক পোস্ট। সোমবার নিউ ইয়র্ক পোস্টের প্রথম পৃষ্ঠায় মেলানিয়ার একটি নগ্ন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে ওই দৈনিকের বিরুদ্ধে।  

১৯৯৬ সালে ফ্রান্সের একটি ম্যাগাজিনের জন্য নগ্ন মডেল হওয়া মেলানিয়া ট্রাম্পের ছবি মিডিয়া মুঘল রুপার্ট মারডক মালিকানাধীন ওই ট্যাবলয়েডে দ্বিতীয় দিনের মতো প্রকাশ করা হয়েছে। ‘ট্রাম্পপত্নীর এক্সক্লুসিভ ছবি’ শিরোনামে একাধিক নগ্ন ছবি ছেপেছে নিউ ইয়র্ক পোস্ট।melania

ছবিতে দেখা যাচ্ছে, নগ্ন মেলানিয়া বিছানায় অপর এক নগ্ন তরুণীকে জড়িয়ে আছেন। এর আগে রোববার নিউ ইয়র্ক পোস্ট মেলানিয়ার ঊর্ধ্বাঙ্গের নগ্ন ছবি প্রকাশ করে। এর শিরোনাম করা হয়, প্রেমকাতর অফিস। তরুণী বয়সের নগ্ন ছবি প্রকাশ হওয়ায় রিপাবলিকান দলে প্রচারণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।

রোববার  ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার সিএনএনকে বলেন, এই ছবিতে বিব্রত হওয়ার কিছু নেই...তিনি একজন সুন্দরী নারী।

সম্ভাব্য এই ফার্স্ট লেডির প্রকাশিত এসব ছবি ১৯৯৫ সালে তোলা হয়েছিল; ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার আগে। যখন আজকের ৪৬ বছর বয়সী স্লোভিনিয়ান বংশোদ্ভূত মেলানিয়া ট্রাম্পের বয়স ছিল মাত্র ২৬। একই বছরে ফ্রান্সের সম্প্রতি বিলুপ্ত হওয়া ফ্রান্স ম্যাগাজিনে প্রকাশ হয়েছিল মডেল ট্রাম্পপত্নীর নগ্ন ছবি।

melania

ট্রাম্পপত্নীর নগ্ন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একজন লিখেছেন, ‘মেলানিয়া ট্রাম্পের নগ্ন ছবি প্রকাশের কারণে নিউ ইয়র্ক পোস্টকে ধিক্কার জানাচ্ছি।’

আরেকজন লিখেছেন, ‘এই কভার ফটোর কারণে আমি ক্ষুব্ধ এবং হতভম্ব। নারীবিদ্বেষ নারীবিদ্বেষই। মেলানিয়া ১৯৯৮ সালে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর রিয়েল স্টেট ব্যবসায়ী ও মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী হিসেবে ঘর বাঁধেন ২০০৫ সালে।’

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।