সিরিয়ায় বিদ্রোহীদের গুলিতে রুশ বিমান বিধ্বস্ত : নিহত ৫


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০১ আগস্ট ২০১৬

সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে রাশিয়ার একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে বিধ্বস্ত করেছে বিদ্রোহীরা। এতে বিমানের তিন ক্রুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে মস্কো নিশ্চিত করেছে।

মস্কোর প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স বলছে, মানবিক সহায়তা কার্যক্রম শেষে এমআই-৮ হেলিকপ্টারটি আলেপ্পায় ফেরার পথে বিদ্রোহীদের হামলার শিকার হয়। তবে কোন বিদ্রোহী গোষ্ঠী ওই বিমানে গুলি চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেমকভ আরটিকে বলেন, সিরিয়ায় বিধ্বস্ত রুশ বিমানের পাঁচ আরোহী নিহত হয়েছেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে বিমানের সব আরোহীই নিহত হয়েছেন বলে জানা গেছে।

তিনি বলেন, রাশিয়ানরা বীরের মতো মারা গেছেন, কেননা ক্ষয়ক্ষতি কমাতে দূরে বিমানটি অবতরণের চেষ্টা করেছিল। এর আগে মন্ত্রণালয় জানায়, বিধ্বস্ত বিমানের পাঁচ আরোহীর ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বিধ্বস্তের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের ভগ্নাংশ ও আরোহীদের মরদেহ পড়ে রয়েছে। সশস্ত্র কিছু বিদ্রোহী তাদের মরদেহ ঘিরে রেখেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের অন্যতম মিত্র রাশিয়া। বাশার সমর্থিত বিদ্রোহী ও সরকারি বাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। গত মাসে সরকারি বাহিনীর হামলায় পূর্বাঞ্চল আলেপ্পোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার শহরটি ছাড়তে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের জন্য আলেপ্পোর চারটি করিডোর খুলে দেয়ার ঘোষণা দেয় সিরিয়া সরকারের অন্যতম মিত্র রাশিয়া। রাশিয়ার এ সিদ্ধান্তকে স্বাগত জানায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মানবিক সংস্থা।

শনিবার সকালে ওই করিডোর ব্যবহার করে কয়েক ডজন পরিবার শহর ছেড়ে গেছে। সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে বাসে তাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। কিছু বিদ্রোহী যোদ্ধা অস্ত্র সমর্পণ করে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।