মৃত নারীর গর্ভ থেকে কন্যাশিশুর জন্ম


প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৬ জুলাই ২০১৪

ইসরায়েলি বর্বর হামলা থেকে রেহাই যাচ্ছে না কেউ। শুক্রবার তেমনি এক হামলায় নিহত হয় এক গর্ভবতী নারী। তবে গর্ভবতী ২৩ বছর বয়সী ওই নারীর গর্ভ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যাশিশুর জন্ম হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, হাসপাতালের চিকিত্সকেরা বলছেন ভূমিষ্ঠ ওই শিশুর বাঁচার সম্ভাবনা ৫০ শতাংশ। হয়তো এই শিশুটির মতোই আরও অনেকে পৃথিবীর মুখ দেখতে পায়নি ইসরায়েলিদের ১৮ দিন ধরে চালানো নির্মমতার কারণে।

গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ বন্ধের ধুয়া তুলে ৮ জুলাই থেকে ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামে অভিযান শুরু করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)। এই অভিযান প্রথম দিকে আকাশ ও নৌপথ থেকে বোমা নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ১৭ জুলাই স্থল অভিযান শুরু হয়।

গত ১৮ দিনের টানা সংঘাতে গাজায় এরই মধ্যে প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে। উদ্বাস্তু হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।