গঙ্গায় ভাসছে শতাধিক নারীর লাশ


প্রকাশিত: ১১:১২ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

ভারতের উত্তরপ্রদেশে গঙ্গা নদীতে শতাধিক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে রাজ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই এ নিয়ে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।
 
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইন শৃঙ্খলা) এ সতীশ গণেশ জানান, এ সব লাশ সাফিপুর এলাকার পেরিয়ার ঘাটের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
 
এদিকে, এসব বেওয়ারিশ মৃতদেহ বিভিন্ন পশু পাখিতে ছিঁড়ে খাওয়ায় এলাকায় পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে।  
 
রাজ্যের উন্নাও জেলার অতিরিক্ত জেলা শাসক সরজু প্রসাদ বলেছেন, আমরা স্থানীয় লোকদের পক্ষ থেকে মৃতদেহ ভাসার খবর পেয়েছি। এসব দেহ দাহ করার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
 
জানা গেছে, পেরিয়ার ঘাটে পানির স্তর কম হওয়ার কারণে এসব লাশ নদীতে আটকে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে।  
 
স্থানীয়রা জানান, এসব অবিবাহিত মেয়েদের মৃতদেহ দাহ করার পরিবর্তে গঙ্গায় ভাসিয়ে দেয়া হয়েছে। তবে অনেক দেহ বিকৃত হয়ে যাওয়ায় তারা নারী না পুরুষ তা শনাক্ত করা যাচ্ছে না বলেও জানান তিনি।
 
পুলিশ সুপার (গ্রামীন) এ কে মিশ্র বলেছেন, খবর পেয়েছি বিঠুরের পেরিয়ার ঘাটে  প্রায় ১০০ আধ পোড়া এবং পোড়া নয় এমন মৃতদেহ গঙ্গা নদীর পাড়ে দেখা গেছে।  বিঠুর একটি পৌরাণিক স্থান, এজন্য অনেক মানুষ এখানে এসে মৃতদেহ ভাসিয়ে দিয়ে থাকে। উন্নাও জেলার পার্শ্ববর্তী কোনো কোনো এলাকার মানুষ তাদের স্বজনদের দেহ না পুড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দেয়। এসব দেহ মাঝপথে অনেক সময় আটকে থাকে। গঙ্গার প্রবাহ যখন জোরালো হয়, তখন একসঙ্গে অনেক দেহ ভেসে আসে। এ রকম ঘটনা এর আগেও হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।