গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

গাইবান্ধা শহরে ওষুধের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)।

বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুর রশিদকে লাঞ্ছিত করার প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম ও গাইবান্ধা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালট্যান্ট ডা. এস.এম.এ জলিল বিসিডিএস সভাপতি আব্দুল রশিদকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের অপসারণের দাবিতে বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাইবান্ধা শহরে সব ওষুধের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করা হচ্ছে।

এদিকে, দিনব্যাপী এ ধর্মঘট চলায় ওষুধ না পেয়ে বিপাকে পড়েছেন শহরের সর্বস্তরের জনসাধারণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।