গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং প্রদর্শনী শুরু


প্রকাশিত: ১০:২০ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং প্রদর্শনী। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিন ব্যাপী এ মেলা শুরু হয়। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। শিল্প মন্ত্রী আমির হোসেন আমু আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন। মেলায় বিশ্বের প্রায় ৩০টি দেশের ৩৫০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) মেলার আয়োজন করেছে।  উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী এমাজ উদ্দিন প্রামাণিক, এম এ মান্নানসহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজিএপিএমইএ সভাপতি রাফেজ আলম চৌধুরি।

এসময় আমির হোসেন আমু বলেন, গার্মেন্টস্ এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শিল্পখাত। এটি একটি আমদানিবিকল্প এবং একই সাথে রপ্তানিমূখী শিল্প। তৈরি পোশাক শিল্পের ব্যাক-ওয়ার্ড লিংকেজ হিসেবে জাতীয় অর্থনীতিতে এর অবদান দিন দিন বাড়ছে। এটি শুধু দেশের চাহিদাই পূরণ করছে না, রপ্তানি আয়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রাখছে। গত শতাব্দীর আশির দশক থেকে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি বাংলাদেশে এ শিল্পখাত বিকশিত হতে থাকে। বর্তমানে এ শিল্পে প্রায় দুই লাখ শ্রমিক কর্মরত আছেন। এতে মূল্য সংযোজনের হার শতকরা ৪০ ভাগের অধিক এবং প্রতি বছর শতকরা ১৩ ভাগ হারে এ শিল্পের প্রবৃদ্ধি ঘটছে।

তিনি আরও বলেন, দেশে ইতোমধ্যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিংখাতে রপ্তানিমূখী প্রায় ১৩শ’ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। এ সব তৈরি শিল্প-কারখানায় উৎপাদিত ৩০ থেকে ৩৫ ধরনের পণ্য পোশাক শিল্পে সরাসরি ব্যবহৃত হচ্ছে। সরকারের নীতিগত সহায়তা পেলে ২০১৮ সালের মধ্যে এখাত থেকে ১২ বিলিয়ন মার্কিন ডলার আয় করা সম্ভব হবে বলে উদ্যোক্তারা জানিয়ে আসছেন। এটি আমাদের জন্য একটি চমৎকার সুযোগ। যে কোনো মূল্যে এ সুযোগ কাজে লাগাতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।