টোকিওর প্রথম নারী গভর্নর


প্রকাশিত: ১২:৪০ পিএম, ৩১ জুলাই ২০১৬

জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউরিকো কোইকে দেশটির রাজধানীর প্রথম নির্বাচিত নারী গভর্নর হতে যাচ্ছেন। বুথ ফেরত ভোট জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। রোববার রাত ৮ টার পর টোকিও গভর্নর নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে ও অন্য গণমাধ্যমের পূর্বাভাসে ইউরিকো কোইকে বিজয়ী হিসেবে বলা হয়েছে। তবে গণমাধ্যমের এই বুথ ফেরত জরিপ যদি সত্যি হয়, তাহলে ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকস গেমস আয়োজনে টোকিওর প্রস্তুতি নিতে আর্থিক সমস্যা পুষিয়ে উঠাই হবে তার অন্যতম চ্যালেঞ্জ।

২০২০ সালের অলিম্পিক আয়োজনের কেলেঙ্কারিতে জড়িয়ে এখন পর্যন্ত টোকিওর দুজন গভর্নর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ৬৪ বছর বয়সী ইউরিকো কোইকে সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, নজিরবিহীন পদ্ধতিতে আমি টোকিওর রাজনীতিতে নেতৃত্ব দেবো, এমন টোকিও আপনি কখনো দেখেননি।

টোকিওর গভর্নর নির্বাচনে অন্তত ২১ প্রতিদ্বন্দ্বী অংশ নিয়েছে। এত বেশি প্রতিদ্বন্দ্বী দেশটির রাজধানীর গভর্নর নির্বাচনে এর আগে দেখা যায়নি।

অলিম্পিক আয়োজনে সরকারি তহবিলের অর্থ সন্তানদের পেছনে ব্যয় করার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে গভর্নর ইয়োচি মাসুজো পদত্যাগ করেন। এরপর রোববার গভর্নর নির্বাচনে ভোটগ্রহণের দিন ঠিক করে জাপান সরকার।

তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন মাসুজো। এর আগে, ২০১৩ সালে অলিম্পিক আয়োজনের টোকিও নির্বাচিত হওয়ার পর আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে গভর্নর নাওকি ইনোসিও পদত্যাগ করতে বাধ্য হন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।