মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৮ (ভিডিও)


প্রকাশিত: ১২:০৩ পিএম, ৩১ জুলাই ২০১৬

ভারতের মুম্বাইয়ে তিনতলা একটি ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তুপের নিচে আরো কমপক্ষে ১৫ থেকে ২০ জন আটকা পড়েছেন। রোববার মুম্বাইয়ের ভিওয়ান্ডিতে এ ঘটনা ঘটেছে। ধ্বংস্তুপের নিচ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিওয়ান্ডির জেবি নগরে রোববার ভোর ৫ টার দিকে ওই ভবনটি ধসে পড়েছে। উদ্ধার তৎপরতা শুরু করতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও  জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যদের ডাকা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভারী বর্ষণের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

জেলা কালেক্টর ড. মহেন্দ্র কল্যাণকর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা তত্ত্বাবধান করছেন। তবে ওই ভবনটি ঝুঁকিপূর্ণ তালিকায় ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। সকাল থেকে ভারী বর্ষণে রাজ্যের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।