বাগেরহাটে বাঘের মাথা-চামড়া-দাঁতসহ আটক ৩


প্রকাশিত: ০৮:১৬ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

বাগেরহাটে সুন্দরবন থেকে শিকার করা বাঘের মাথা, প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের চামড়া, দাঁত ও শরীরের আরো ২৪ অংশসহ আটক তিন শিকারীকে পুলিশে দিয়েছে র‌্যাব। বুধবার দুপুরে মোড়লগঞ্জ থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন র‌্যাব-৮ এর ডিএডি মাহবুবুল আলম।

আটককৃতরা হলেন দুই সহোদর দেলোয়ার শেখ ও নুরুজ্জামান শেখ। আটক অপরজন হলেন মোড়লগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের কবির হাওলাদার। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে বাঘসহ অন্যান্য প্রাণী শিকার করে পাঁচারের সাথে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গত কয়েক বছরে এই শিকারীরা ৮ থেকে ১০টি বাঘ শিকার করে বিভিন্ন স্থানে পাঁচার করেছে বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এর আগেও তারা একই অপরাধে ধরা পরে জেল খেটে জামিনে বের হয়ে ফের আগের পেশায় সক্রিয় হয়।
 
বুধবার সকালে বরিশাল নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে উপ-অধিনায়ক মেজর আদনান এই তথ্য দিয়ে বলেছেন, দুর্লভ ঔষধ তৈরি করার জন্য এগুলো চীনে পাঠানো হতো। এ ঘটনার সাথে স্থানীয় একটি চক্র এবং প্রভাবশালীরা জড়িত রয়েছে বলে দাবি করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি।
 
গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মোড়েলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডের ইব্রাহীম শেখের মোটর সাইকেলের গ্যারেজ সংলগ্ন একটি বট গাছের নিচ থেকে এই ৩ জনকে আটক করে র‌্যাবের বিশেষ দল।

-বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।