সাবমেরিন ক্যাবলের মুনাফা কমেছে ৭৬ শতাংশ


প্রকাশিত: ০৬:২২ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির (বিএসসিসিএল) শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে ৭৬ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত (জুলাই-ডিসেম্বর’১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, গত ৬ মাসে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ৭২ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ২৪ কোটি ৬২ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৪ পয়সা। অর্থাৎ ৬ মাসে মুনাফা কমেছে ৭৬ দশমিক ৭৬ শতাংশ।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে ডিসেম্বর’১৪ পর্যন্ত তিন মাসে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ১১ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১০ কোটি ৪০ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৯ পয়সা।

-এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।