কেউ মদ খেলে পরিবারের সবার কারাদণ্ড


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ৩১ জুলাই ২০১৬

পরিবারের কোনো সদস্য মদ খেলে পরিবারের প্রাপ্তবয়স্ক সব সদস্যকে কারাদণ্ড দেয়া হবে। এমন আইনই আনতে চলেছে ভারতের বিহার রাজ্যের সরকার। শনিবার রাজ্যের বিধানসভায় বিহার মদ্য নিষেধ ও আবগারি বিল, ২০১৬ পেশ করেছে নীতীশ সরকার।

এই বিল চারমাস আগে তৈরি মদ্যপান নিরোধক আইনকে আরও শক্তিশালী করবে বলে সরকারের দাবি। বিলে বলা হয়েছে, পরিবারের কোনও সদস্যকে মদ্যপ অবস্থায় পাওয়া গেলে ওই পরিবারের প্রাপ্তবয়স্কদেরও সাজা ভোগ করতে হবে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই বিলটি নিয়ে আলোচনা হবে।

তবে সরকারের এমন সিদ্ধান্তে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। লালুপ্রসাদ নিজে বিষয়টি নিয়ে নীতীশ কুমারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী বিলের বিরোধিতা করেছেন। তিনি বলেন, বাড়িতে কেউ মদ খেলে পরিবারের সকলকে গ্রেফতার করা হবে কেন? বিজেপিও এই বিলের বিরোধিতা করেছে।

বিজেপির সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি মদ নিয়ে নীতীশের বাতিকগ্রস্ততাকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, রামের অপরাধে শ্যামের কখনও শাস্তি হতে পারে না।

৪৪ পাতার ওই প্রস্তাবিত বিলটি সমস্ত বিধায়কদের মধ্যে বিলি করা হয়েছে। বিলে বলা হয়েছে, কোনও ভাবে নেশার বিজ্ঞাপন দিলে বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করলে পাচ বছরের জেল এবং দশ লক্ষ টাকা জরিমানা হতে পারে। নারী বা শিশুদের নেশার দ্রব্য পাচার বা তৈরির জন্য ব্যবহার করলে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে বলে জানানো হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।