এবার সাইবার হামলার শিকার রাশিয়া
সাইবার হামলার শিকার হয়েছে রাশিয়া। রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো পেশাদারদের সাইবার আক্রমণের শিকার হয়েছে। খবর বিবিসির।
দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি বলছে, ২০টি সংস্থার নেটওয়ার্কে সাইবার স্পাইং ভাইরাস পাওয়া গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রচারণার ওপর বড় ধরনের সাইবার হামলার খবর প্রকাশিত হয় এবং এ হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
যুক্তরাষ্ট্রের তরফ থেকে অভিযোগ আনা হয়েছিল, রাশিয়া সরকারের হয়ে কাজ করছে এমন এজেন্টরা এই সাইবার হামলা চালিয়েছে।
ওই অভিযোগ অস্বীকার করেছে রুশ সরকার। ওই খবর প্রকাশের পরপরই রুশ গোয়েন্দা সংস্থা সেদেশের সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার খবরটি জানায়।
তবে রাশিয়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে কিছু জানায়নি এফএসবি।
এফএসবি বলছে, অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে।
টিটিএন/এমএস