ভারতে বন্যায় ৫২ জনের মৃত্যু


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ৩১ জুলাই ২০১৬

ভারতে বন্যায় কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। মৌসুমী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইতোমধ্যেই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশ পরিদর্শন করেছেন। ওই প্রদেশে গত এক সপ্তাহে বন্যায় ২৬ জনের মৃত্যু হয়েছে।

প্রদেশের রাজধানী গুয়াহাটি পরিদর্শনের সময় রাজনাথ সিং বলেন, বন্যায় খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যাকবলিত লোকজনকে সাহায্য করতে কোনো প্রচেষ্টাই বাকি রাখা হচ্ছে না। তবে আমাদের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে একটি কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষ বলছে, আনুমানিক ২০ লাখ মানুষ বন্যাকবলিত। এদের মধ্যে অনেকেই নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বন্যায় বহু ঘর-বাড়ি এবং ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বন্যায় পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ওই প্রদেশে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২২ লাখ মানুষ।

১০ হাজার বন্যা কবলিত মানুষ ৩৫০টি ত্রানকেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা দুর্গম এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন। বন্যাকবলিত এলাকাগুলোতে আরো বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।