মারিয়ানা দ্বীপপুঞ্জে ৭.৭ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ৩০ জুলাই ২০১৬

প্রশান্ত মহাসাগরীয় মারিয়ানা দ্বীপপুঞ্জে শনিবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭।  প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শনিবার সকালে আগরিহান দ্বীপপুঞ্জ থেকে ১৯ মাইল দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় সকাল ৭টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটি ভূপৃষ্ঠ থেকে ১৩২ মাইল গভীরে আঘাত হেনেছিল। তবে ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা  হয়নি।

ক্যালিফোর্নিয়ার গুয়াম এলাকা থেকেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্তিক জরিপ জানিয়েছে, শনিবার সকালের ওই শক্তিশালী ভূমিকম্পটির পর আরো বেশ কয়েকটি ছোট কম্পন অনুভূত হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।