ভূমধ্যসাগর থেকে ৪ হাজার শরণার্থী উদ্ধার


প্রকাশিত: ০৭:২৫ এএম, ৩০ জুলাই ২০১৬

ভূমধ্যসাগর থেকে ৪ হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ওই বিপুল সংখ্যক শরণার্থীকে উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শরণার্থীদের বহনকারী ৩৪টি নৌকা থেকে ৩,৪০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোনো দেশে প্রবেশের পরিকল্পনা করেছিল।

এছাড়া আরো ৬ শতাধিক শরণার্থীকে সিসিলি প্রণালী থেকে ইতালির নৌবাহিনীর জাহাজে করে উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার ইতালীয় উপকূলরক্ষীরা ১শ ৩৭ শরণার্থীকে উদ্ধার করে লাম্পেদুসা বন্দরে নিয়ে যাওয়া হয়। তবে উদ্ধার করা শরণার্থীদের পরিচয় এখনো জানা যায়নি।

গত বছরের মাঝামাঝি থেকে ইউরোপের দিকে শরণার্থী স্রোত আগের চেয়ে অনেক বেড়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে বহু শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে নৌকায় করে সাগর পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত নারী ও শিশুসহ বহু শরণার্থী প্রাণ হারিয়েছে।

টিটিএন/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।