ওবামার বন্ধু মোদি


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ৩০ জুলাই ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালো বন্ধু মনে করেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওবামা মোদিকে খুব ভালো বন্ধু মনে করে। শুধু তাই নয় যুক্তরাষ্ট্র এবং ভারত বেশ কিছু প্রজেক্টের কাজেও একে অন্যকে সহায়তা করেছে।

হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি ইরিক সুলজ এক বিবৃতিতে জানিয়েছেন, ভারত সরকারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা মোদিকে তার খুব কাছের বন্ধু ভাবেন।

প্যারিস জলবায়ু চুক্তি সম্পর্কে কথা বলতে গিয়ে ইরিক বলেন, সেসময় আমরা ভারতের সঙ্গে কাজ করেছি। ওবামা ওই কাজ নিয়ে খুবই গর্বিত। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদির কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নয় বরং দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, নিরাপত্তাজনিত সম্পর্কও বেশ জোড়ালো। আর একারণে মোদির সঙ্গে সম্পর্কের বিষয়টিকে গভীরভাবে মূল্যায়ণ করেন ওবামা। এমনটাই মন্তব্য করেন ইরিক।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।