সড়ক সচলে বিজিবির আশ্বাস
অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সচল ও পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর হালিশহরে বিজিবি চট্টগ্রামের দক্ষিণ-পূর্ব আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্বেগের কথা সাংবাদিকরা জানালে বাহিনীর আঞ্চলিক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুল করিম এই আশ্বাস দেন।
গত আট দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলায় বাংলাদেশের সব মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। পণ্য পরিবহন করতে না পেরে ব্যবসায়ী সংগঠনগুলো তাদের আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাজনৈতিক কর্মসূচিমুক্ত রাখার আহ্বানও জানিয়ে আসছে।
বিজিবি কর্মকর্তা করিম বলেন, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে আমাদের অর্থনীতির লাইফ লাইন। সেটা আমাদের সচল রাখতেই হবে। আমাদের রাজধানীর জনগণকে স্বস্তিতে রাখার জন্য।
ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে নিরাপদ না রাখলে তা আমাদের অর্থনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া নিয়ে আসবে। সেটা যাতে নির্বিঘ্ন থাকে, তাতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার চেষ্টা করব।