ফোর্বসের তালিকায় তৃতীয় ধনী আমাজনের প্রতিষ্ঠাতা


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৯ জুলাই ২০১৬

বিশ্বের তৃতীয় ধনীর তালিকায় রয়েছেন আমাজেন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ফোর্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আমাজন থেকে উপার্জন এবং কোম্পানীর শেয়ার থেকে লাভজনক আয়ের কারণেই তিনি বিশ্বের ধনীদের মধ্যে তৃতীয় অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছেন।

আমাজনের শেয়ারে ১৮ শতাংশ মালিকানা রয়েছে বেনজোসের। বৃহস্পতিবারের লেনদেনে এই হার ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফোর্বসের হিসেব অনুযায়ী, বেনজোস বর্তমানে ৬৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের মালিক।

ফোর্বসের ধনী ব্যক্তিদের তালিকায় এবছরও শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমান ৭৮ বিলিয়ন ডলার এবং দ্বিতীয় শীর্ষ ধনী জারার প্রতিষ্ঠাতা আমানসিও অরতেগা। অরতেগার মোট সম্পদের পরিমান ৭৩ দশমিক ১ বিলিয়ন ডলার।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।