শপথ নিলেন পেরুর নতুন প্রেসিডেন্ট


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৯ জুলাই ২০১৬

শপথ নিলেন পেরুর নতুন প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিনিসকি। ৭৭ বছর বয়সী কুজিনিসকি পেরুতে পিপিকে নামেই বেশ পরিচিত। তিনি দেশটির সাবেক ব্যাংকার ছিলেন। খবর বিবিসির।

রাজধানী লিমায় অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন নতুন প্রেসিডেন্ট।

অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে কুজিনিসকি বলেন, তিনি দেশটিতে পাঁচবছর দায়িত্ব পালন করবেন। এই পাঁচ বছরে তিনি আরো আধুনিক, আরো সঠিক এবং আরো সাম্যের দিকে দেশকে নিয়ে যাবার শপথ করেন কুজিনিসকি।

গত মাসে রক্ষণশীল নেতা কুজিনিসকি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে কেইকো ফুজিমোরিকে পরাজিত করেন।

সাম্প্রতিক বছরগুলোতে পেরুর অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে দেশের বহু মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে এবং মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।