প্যারিসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির দরকার ছিল


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

প্যারিসে সোমবারের অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী র‌্যালিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির উপস্থিতি দরকার ছিল। এমন অনুষ্ঠানে দেশটির কোন নেতার অনুপস্থিতি থাকা ঠিক হয়নি বলে স্বীকার করেছে ওয়াশিংটন। সোমাবর এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট এ কথা বলেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামার র‌্যালিতে অংশ নেয়ার ইচ্ছে থাকলেও নিরাপত্তা প্রস্তুতি জনিত কারনে তিনি অংশ নিতে পারেননি। র‌্যালিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরির অনুপস্থিতি নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোতে সমালোচনা শুরুর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এমন প্রতিক্রিয়া জানালো।

ফ্রান্সে পত্রিকা অফিসে হামলাসহ তিনটি হামলার প্রতিবাদে সোমবার প্যারিসে ৪০ টিরও বেশি দেশের সরকার প্রধান সংহতি সমাবেশে অশং নিলেও, মার্কিন সরকারের উচ্চপর্যায়ের কোন প্রতিনিধি ছিলেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।